বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে

মোট দেখেছে : 198
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির কারণে বাংলাদেশের উপকূলে আপাতত তেমন কোনো বড় প্রভাব না পড়লেও আগামী কয়েক দিনে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,২৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১,১৪০ কিলোমিটার এবং পায়রা থেকে ১,১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বঙ্গোপসাগরে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় হালকা ঢেউ দেখা দিয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে এবং উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, “ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ না করা পর্যন্ত বাংলাদেশে এর প্রভাব পুরোপুরি বোঝা যাবে না। আজ দেশের কোনো অঞ্চলে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।”

এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোন্থা’, যার অর্থ “সুগন্ধি ফুল”। নামটি দিয়েছে থাইল্যান্ড। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO)–এর আওতায় সদস্য দেশগুলোর প্রস্তাবিত নামের তালিকা থেকে এই নামটি বেছে নেওয়া হয়েছে।