গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশ হেফাজতে তিনি নিজের যাত্রার বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা শুনে অনেকে বিস্মিত হয়েছেন।
অবশেষে সত্য উম্মোচিত করলেন, মুফতি মুহিবুল্লাহ মিয়াজী
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন। পুলিশ হেফাজতে তিনি বলেন, “আমি হাঁটতে বের হয়েছিলাম, তারপর মনে হলো চলতে থাকি। কোথায় যাচ্ছি জানতাম না, একসময় একটি অটোতে উঠে মীরের বাজার নামি, সেখান থেকে সিএনজি করে জয়দেবপুর যাই। এরপর বাসে উঠি, সম্ভবত শ্যামলী বা অন্য কোথাও নামি, পরে গাবতলীতে যাই। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে পঞ্চগড়ের টিকিট কাটি এবং রাতে সেখানে পৌঁছাই। পঞ্চগড়ে নেমে হাঁটতে শুরু করি, চিনতাম না জায়গাটা। হাঁটতে হাঁটতে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ লাইন পেরিয়ে যাই। পথে একটি শিকল পাই, এরপর প্রস্রাব করতে বসি, জামাকাপড় নোংরা হয়ে যায়, তাই খুলে ফেলি। ঠান্ডায় পরে উঠতে পারিনি, তাই মাটিতে শুয়ে পড়ি এবং শিকল পায়ে জড়িয়ে ফেলি। কেন এমন করেছি, তা নিজেও জানি না, যা মনে এসেছে তাই করেছি।” গত ২৩ অক্টোবর সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় স্থানীয়রা এক ব্যক্তিকে গাছের সঙ্গে শিকল বাঁধা অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে জানা যায়, ওই ব্যক্তি গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০)। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং তার মানসিক অবস্থা যাচাই করা হচ্ছে।
English