ফেনীতে নিখোঁজের পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মোট দেখেছে : 148
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফেনীর ছাগলনাইয়ায় এক ব্যক্তির অর্ধগলিত দেহ উদ্ধার করেছে পুলিশ। দরজা-জানালা বন্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত নয়, ময়নাতদন্ত চলছে।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় সুলতান হাজিবাড়িতে রহস্যজনকভাবে এক ব্যক্তির অর্ধগলিত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয়রা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে শেখ ফরিদ (৪২) নামের এক ব্যক্তির নিথর দেহ দেখতে পান। তিনি নজির আহাম্মদের ছেলে এবং দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন। জানা গেছে, সপ্তাহখানেক আগে সংসারে অভাব-অনটন ও পারিবারিক বিরোধের কারণে ফরিদের স্ত্রী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ফরিদ একাই ঘরে ছিলেন। স্থানীয়দের ধারণা, তাঁর মৃত্যু কয়েক দিন আগেই হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। পুলিশের প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।