সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে সরকারের প্রতি আল্টিমেটাম

মোট দেখেছে : 162
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ১১তম গ্রেডে বেতন ও শতভাগ পদোন্নতির দাবিতে সরকারের কাছে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে, দাবি না মানলে কর্মসূচি শুরু হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সরকারের কাছে তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সহকারী শিক্ষক পদটি প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি হওয়ায় এটি যেন শুরুর পদ হিসেবে বহাল থাকে এবং বেতন ১১তম গ্রেডে পুনর্নির্ধারণ করা হয়। পাশাপাশি শতভাগ পদোন্নতি বিভাগীয় প্রার্থীদের মধ্য থেকে দেওয়া ও উচ্চতর গ্রেডে উন্নীত হওয়ার প্রক্রিয়া সহজ করারও দাবি জানানো হয়েছে। সংগঠনটি সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে, এর মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে নামবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই আল্টিমেটাম ঘোষণা করেন। তারা জানান, প্রথম ধাপে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করা হবে। যদি তাতেও সরকার দাবিগুলো না মেনে নেয়, তবে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক নেতা শাহিনুর আল-আমীন। উপস্থিত ছিলেন আরও শিক্ষক নেতা আনোয়ারুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী রবিউল, অজিত পাল, তপন কুমার মণ্ডল, আনিসুর রহমান, শাহিনূর আক্তার ও সাবেরা বেগমসহ অনেকে।