চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
মোট দেখেছে :
146
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড রেল ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক। স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল অনেক বেশি, ফলে বৃদ্ধার প্রাণ রক্ষা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
English