বগুড়ায় ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে তার ৮০ বছরের দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার দুপচাঁচিয়ায় ৬ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার
মোট দেখেছে :
99
দুপচাঁচিয়া থানার ওসিইসি জানিয়েছেন, শিশুটি বাবার সঙ্গে বগুড়া শহরের বাসা থেকে দাদার বাড়িতে বেড়াতে গেলে এই ঘটনা ঘটে। পরে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পরীক্ষা করা হলে চিকিৎসকেরা যোনিপথে আঘাতের কথা নিশ্চিত করেন। গ্রেপ্তার দাদাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।
English