বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মোট দেখেছে : 532
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী । এ উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা থানা ও শহর শাখার উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে মহাবতার পরমেশ্বর ভগবান ‌ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন  হতে এ মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর  বিধান সাহা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পূজা উদযাপন পরিষদের ১ নং যুগ্ম আহবায়ক অজয় কুমার রায়। এ সময় ফরিদপুর সদর উপজেলা কমিটি ‌ এবং পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা  শ্রী অঙ্গনে একটি ফলজ ও চারা রোপণ করেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক শোভাযাত্রা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ  শেষে নন্দালয় গিয়ে শেষ হয়। সেখানে প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে বিস্তারিত ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে রয়েছে বিকেল চারটায় ভাগবত পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় ভক্তিমূলক সংগীত ও নৃত্যানুষ্ঠান এবং রাত ৯ টায় ছানার কেক কাটাও প্রসাদ বিতরণ।