নিধিপুরে ৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মায়ের পূজা।

মোট দেখেছে : 2,379
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ঐতিহ্যবাহী নিধিপুর শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে ৫ দিন ব্যাপী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মায়ের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৫/০২/২০২৩ ইং শনিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ০১/০৩/২৩ ইং বুধবার পর্যন্ত। ২৮/০২/২০২৩ ইং রোজ মঙ্গল বার মায়ের মহাপূজা অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী নিধিপুর শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে ৫ দিন ব্যাপী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মায়ের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৫/০২/২০২৩ ইং শনিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ০১/০৩/২৩ ইং বুধবার পর্যন্ত। ২৮/০২/২০২৩ ইং রোজ মঙ্গল বার মায়ের মহাপূজা অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী নিধিপুর শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে ৫ দিন ব্যাপী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মায়ের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

২৫,২৬,২৭ ফেব্রুয়ারি নগরসংকীর্তন ও প্রসাদ বিতরণ।২৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গল বার মায়ের মহাপূজা ও মহাপ্রসাদ বিতরণ। ০১ মার্চ ভক্তিগীতি, হরিসভা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী এই পূজার আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে।স্থানঃ নিধিপুর শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দির, ধর বাড়ি, বোয়ালমারী, ফরিদপুর।

অতিপ্রাচীন এই পূজার আয়োজক "নিধিপুরস্থ ধর পরিবার" উক্ত পূজায় অংশগ্রহণ করার জন্য সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন।