বোয়ালমারী একটি বাড়িতে আগুন, চুরি ও মন্দির ভাঙচুরঃ বহু প্রাচীন নিদর্শন, প্রাচীন ঐতিহ্য ও মূল্যবান কাগজপত্র ভস্মীভূত

মোট দেখেছে : 4,202
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বোয়ালমারী উপজেলাধীন ঐতিহ্যবাহী প্রাচীন জমিদার বাড়ি নিধিপুর ধর বাড়িতে আগুন, চুরি ও মন্দিরের চুড়া ভাঙ্গার ঘটনা ঘটেছে, হাজার বছরের প্রাচীন মূল্যবান কাগজপত্র, প্রাচীন ঐতিহ্য ও প্রাচীন নিদর্শন ভস্মীভূত এবং প্রচুর ক্ষয়ক্ষতির দাবি ভুক্তভোগী পরিবারের। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার প্রাথমিক অবস্থায় ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না। গত ২৬/১২/২৩ ইং রোজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

বোয়ালমারী উপজেলাধীন ঐতিহ্যবাহী প্রাচীন জমিদার নিধিপুর ধর বাড়িতে আগুন, চুরি ও মন্দিরের চুড়া ভাঙ্গার ঘটনা ঘটেছে, হাজার বছরের প্রাচীন মূল্যবান কাগজপত্র, প্রাচীন ঐতিহ্য ও প্রাচীন নিদর্শন ভস্মীভূত এবং প্রচুর ক্ষয়ক্ষতির দাবি ভুক্তভোগী পরিবারের। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বাড়ির মন্দিরের ভাঙ্গা চুড়া পড়ে থাকতে দেখাযায় এবং অন্য একটি ঘরের ওয়াল ভাঙ্গা দেখাযায়। পরিবারের এক সদস্য ফরিদপুর টুডে কে বলেন “আমরা মনেকরি সুনির্দিষ্ট ভাবে নাশকতা ঘটানো হয়েছে। শুধুমাত্র আগুন লাগিয়ে ঘর, কাগজপত্র, মালামাল পোড়ানোতেই ঘটনা সীমাবদ্ধ ছিল না। শিব মন্দিরের চুড়া ভেঙ্গে বারান্দায় ফেলে রাখা হয়েছে। অন্য একটি ঘরের ওয়াল ভেঙ্গে ঘরে ঢুকে দরজা খুলে মালামাল চুরি করা হয়েছে। এক সাথে এতগুলো ঘটনা কখনোই সাদাচোখে দেখার সুযোগ নেই, আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।” এ ঘটনায় পরিবারের পক্ষথেকে বোয়ালমারী থানায় একটি লিখিত এজাহার করা হয়েছে।