ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন তা নিয়ে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর আদ্যোপান্ত

মোট দেখেছে : 2,402
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশেও তৈরি হয়েছে বেশ কিছু উন্নতমানের বিশ্বস্ত ফ্রিল্যান্সিং ইনকাম সাইট । এদের মধ্যে ওয়ার্কমেট জব (Workmate job) এবং ওয়র্ক আপ জব (Workupjob) অন্যতম। দক্ষতা অনুযায়ী এখন ঘরে বসে কাজ করার জন্য বিশ্বব্যাপী অনেক ভালো ভালো অনলাইন ইনকাম সাইট রয়েছে। যেগুলোতে কাজ করে আপনিও আপনার আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারেন। যেমনঃ ফাইভার (Fiverr), আপওয়ার্ক (Upwork) ইত্যাদি।

অনলাইন ইনকাম করতে হলে সেরা অনলাইন ইনকাম সাইট গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। অনলাইনে বিভিন্ন ইনকাম সাইট রয়েছে। বর্তমানে অনলাইন ভিত্তিক কাজ ও ইনকামের চাহিদা অনেক বেড়ে যাওয়ায় অনলাইনে ইনকাম করার সাইট যেমন বেড়েছে, তেমনি উপায়ও বৃদ্ধি পেয়েছে বহুগুণ। বহু মানুষ চাকরিতে না ঝুকে অনলাইনে লাখ লাখ টাকা ইনকাম করছে।

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশেও  তৈরি হয়েছে বেশ কিছু উন্নতমানের ও বিশ্বস্ত ফ্রিল্যান্সিং ইনকাম সাইট । এদের মধ্যে ওয়ার্কমেট জব (Workmate job) এবং ওয়র্ক আপ জব (Workupjob) অন্যতম।

যারা বেকার, ঘরে বসে আছেন, জবের সন্ধানে ঘুরছেন বা ফ্রি টাইমে ইনকাম করতে চাচ্ছেন, তারা সময় নষ্ট না করে দ্রুত ভাল কোন অনলাইন ইনকাম সাইটে আয় করা শুরু করতে পারেন। তাতে ইনকামের সাথে সাথে আপনার কাজের দক্ষতাও বাড়বে।

দক্ষতা অনুযায়ী এখন ঘরে বসে কাজ করার জন্য বিশ্বব্যাপী অনেক ভালো ভালো অনলাইন ইনকাম সাইট রয়েছে। যেগুলোতে কাজ করে আপনিও আপনার আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারেন। যেমনঃ ফাইভার (Fiverr)আপওয়ার্ক (Upwork) ইত্যাদি।

অনলাইনে ইনকাম করতে গিয়ে প্রতারনার স্বীকার হওয়াও নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই অনেকেই কাজ শুরু করে হতাশ হতে হয়। প্রযুক্তি সহজ হওয়ায়  এমন অনেকেই প্রতারণার ফাদ পেতে রেখেছে পরতে পরতে। ইনকাম সাইটের নামে রোজ খোলা হচ্ছে নতুন নতুন ফেক সাইট। যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে টাকা না দিয়ে হারিয়ে যাবে। আবার কিছু সাইট ইনভেস্ট এর নামে হাতিয়ে নেবে আপনার টাকা। সেজন্য কাজ শুরুর আগে অবশ্যই আপনাকে জেনে বুঝে কাজ শুরু করতে হবে।

তবে কীভাবে কোথা থেকে শুরু করবেন?

অনেকেই অনেক ভাবে ফ্রিল্যান্সিং শুরু করেন, তবে বেশিভাগই সঠিক পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার অভাবে মাঝ পথে ঝরে পড়েন। সেই ঝরে পড়া রোধ করতে এবং সহজে দ্রুততম সময়ে কীভাবে আপনারা ফ্রিল্যান্সিং করে সফল হবেন সেই বিষয়ে আজ আমরা আপনদের জন্য কিছু সহজ সমাধান তুলে ধরব।

১। প্রথমেই স্কিল নিয়ে ভাবার দরকার নেই। হাজার টা কোর্স করে দিন শেষে আপনার কোন কাজেই আসবে না। কাজ যাদের হবে, তা হল আপনার ট্রেইনারদের পকেট ভরবে। একটা সময় পরে আপনি ধৈর্য্য হারিয়ে ফেলবেন। তাই শুরুতেই যেন কিছু কিছু ইনকাম হয় সেদিকে জোর দিতে হবে। এখেত্রে ওয়ার্কমেট জব (Workmate job)ওয়র্ক আপ জব (Workupjob) , MicroworkersRapidworkers সাইট গুলো অপনার জন্য সহায়ক হবে। তবে এখেত্রে দেশি সাইট দিয়ে শুরু করাই ভাল, টাকা উইথড্র করা সহজ হবে। অন্যথায় উত্তোলন জটিলতায় পড়তে পারেন। 

২। কাজ করার সাথে সাথে আপনার স্কিল তৈরী হয় এমন সাইটে কাজ করুন। তাতে আপনার কাজ ও স্কিল দুটিরই আগ্রহ বাড়বে। এক্ষেত্রে আমার দেখা শেরা সাইট ওয়ার্কমেট জব (Workmate Job) , এখানে যেমন বিনা অভিজ্ঞতায় কাজ শুরু করতে পারবেন, তেমনি এই সাইট টি তে কাজের সাথে সাথে নিজেকে আন্তর্জাতিক সাইটের জন্য প্রন্তুত ও করতে পারবেন। কারণ  Workmate Job ও Work Up Job দুটিই বিশ্বস্ত ও ইনকামের জন্য ভাল হলেও Workmate job এ কিছু আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং সুবিধা পাবেন, যেমন Fiverr ও Upwork এর মত গিগ ও Package  সেল করা, বায়ার-সেলার যোগাযোগ করা, মাইক্রোজবের পাশাপাশি স্কিল অনুসারে বায়ারদের কাজ ও ধরতে পারবেন। সেক্ষেত্রে বলব শুরুতে দুটি সাইটেই কাজ করতে পারেন।

৩। কাজ করতে করতে নিজেকে পছন্দসই একটা স্কিলের জন্য প্রস্তুত করুন। ততোদিনে আপনি বুঝতে পারবেন, কোন স্কিলটি আপনার জন্য সঠিক। মাঝ পথে Category বদলানো মারাত্বক ভূল, কারণ বেশিরভাগ সাইটেই Category বদলানো যায় না, আবার  ২য় আইডি ও খোলা যায় না।  

৪। স্কিল ঠিক করা হয়ে গেলে তার পরে আপনি ঐ বিষয়ে ভালো একটি প্রাতষ্ঠান থেকে একটি কোর্স করে নিন। তার পরে আন্তর্জাতিক ইনকাম সাইট Fiverr, Upwork, Freelancer ইত্যাদি সাইটে যোদিন। তবে স্কিল Select করার ক্ষেত্রে কোন ধরণের কাজের চাহিদা বেশি সেদিকে খেয়াল রেখেই দক্ষতা অর্জন করা ভাল।

এটা নিশ্চিত করেই বলা যায় যে, ভবিষ্যতে Freelancer দের কাজ ও কাজের চাহিদা বাড়থেই থাকবে। সেক্ষেত্রে অন্যদের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখাই হতে পারে আপনার জীবনের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবথেকে বড় অর্জন।

লেখক

একজন সফল ফ্রিল্যান্সিং উদ্দ্যোক্তা