দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল

মোট দেখেছে : 2,240
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা শুরু হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থানের প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)। মোট আসন সংখ্যা: ৩০০ টি। ***প্রাপ্ত ফলাফল : ২৯৮ টি। ***আওয়ামী লীগ ২২৩ টি। ***জাতীয় পার্টি ১১ টি। ***স্বতন্ত্র ৬১ টি। অন্যান্য ৩ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত।

ফরিদপুর-১: বিজয়ী: আব্দুর রহমান, নৌকা, আওয়ামী লীগ। ফরিদপুর-২ বিজয়ী: শাহাদাব আকবর চৌধুরী, নৌকা, আওয়ামী লীগ। ফরিদপুর-৩ বিজয়ী: এ কে আজাদ, ঈগল, স্বতন্ত্র। ফরিদপুর-৪ বিজয়ী: নিক্সন চৌধুরী, ঈগল, স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত। ৭ জানুয়ারি রোজ রোববার বড়ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।