ফরিদপুরে পালিত হল কালী পূজা ও দীপাবলি উৎসব ।

মোট দেখেছে : 412
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও কালী পূজা উৎসব পালিত হয়েছে। গত রবিবার রাতে ধর্মীয় উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কালীপূজা ও দীপা বলি উৎসব পালন করা হয়।

হিন্দু শাস্ত্রমতে কালী পূজা করলে মনের সমস্ত কলঙ্ক ও  কালিমা দূর হয়ে যায়। মনের ভিতর পবিত্রতা আসে। মানসিক শান্তি আসে । তাই আমরা কালী পূজা করি ‌ মায়ের আরাধনা করি ‌। মনের পবিত্রতা আলোয় করি। তাছাড়া  বিশ্ব শান্তির ‌ কল্যাণের জন্য এই কালীপুজা করা হয় বলে ‌ পুরোহিত শিবপ্রসাদ ভট্টাচার্য জানান। এদিকে কালী পুজো উপলক্ষে শহরের বিভিন্ন  স্থানে স্থায়ী ও অস্থায়ী  পূজা মণ্ডপ নির্মাণ করা হয় । এসব মন্দিরে আলোকসজ্জা করা হয় রবিবার রাত ১০ টা থেকে বিভিন্ন মন্দিরে পূজা আরম্ভ হয় এবং তা চলে প্রায়  মধ্যরাত পর্যন্ত। এসব মন্দিরে অঞ্জলি প্রদান করা হয়। পরে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে কালীপুজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানের মন্দিরগুলোতে সোমবার রাতে ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন ।