খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত

মোট দেখেছে : 511
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফরিদপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার এবং আজ সোমবার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়।

গতকাল রাতে ‌শহরের ব্যাপ্টিস্টচার্চ এ মনোরম আলোকসজ্জা, ধর্মীয় অনুষ্ঠান, শিশুদের মধ্যে ‌চকলেট বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শান্তা ক্লজ শিশুদেরকে উপহার বিতরণ করেন। এছাড়া সন্ধ্যায় খ্রিস্টান মিশনের কবরস্থানে ‌মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, প্রভাত ফেরী এবং দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ফরিদপুর সদর থানার মোট সাত টি চার্চে এবছর বড়দিনের উৎসব পালন করা হয়।