ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

মোট দেখেছে : 51
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা একটায় ‌ শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা একটায় ‌ শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে বেইলি ব্রিজ  সংলগ্ন স্থানে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান দেলোয়ার হোসেন,, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ টুটুল প্রমূখ সবাই বক্তারা বলেন ‌ ফরিদপুরের সর্বস্তরের  জনগণের দাবি এ ব্রিজটা স্থায়ী হোক। কেননা এটি স্থায়ী হলে ‌ জনগণের উপকার হবে। ব্রিজটিতে প্রতিদিন ‌ হাজার হাজার লোক চলাফেরা করে। তাদের চলাচলের সুবিধা হবে। তারা বলেন  বেইলি ব্রিজটা মূলত অস্থায়ী ব্রিজ । বিগত ৪০ বছরেও এটা কেন সু প্রশস্ত এবং  পাকা হলো না‌। সেটাই কর্তৃপক্ষের  নিকট আমাদের প্রশ্ন? বক্তারা আরো বলেন ‌  এই ব্রিজটাকে যদি বড় করে সুপ্রশস্ত করে যান চলাচলের উপযোগী করে দেয়া হয়। তাহলে ফরিদপুর বাসী ‌ অনেক বড় ‌ উপকার পাবে বলে মানববন্ধনে দাবি করা হয়।