আজ বুধবার সকাল ১১ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এর পূর্বে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

মোট দেখেছে :
1,571




আজ বুধবার সকাল ১১ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এর পূর্বে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। ফরিদপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহাসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নারীর সার্বিক ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।