রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকাগামী চন্দনা-ভাঙ্গা কমিউটার ট্রেনটি এখন থেকে ফরিদপুর রেলস্টেশনে থামবে -রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
অবশেষে ফরিদপুরে চন্দনা কমিউটার ট্রেন স্টপেজ





কমিউটার ট্রেন এর মধ্যে চন্দনা কমিউটার ট্রেন প্রতিদিন ভোর ৫টায় রাজবাড়ী গত ৪ মে রাজবাড়ী-ভাঙ্গা ও ভাঙ্গা-ঢাকা রুটে চালু করা হয় দুই জোড়া ছেড়ে যায়। এই ট্রেন ফরিদপুর রেলস্টেশন পাড়ি দিয়ে ভাঙ্গায় পৌঁছায়। কিন্তু ফরিদপুর স্টেশনে রাখা হয়নি যাত্রাবিরত। চন্দনা কমিউটার ট্রেন এর স্টপেজ এর দাবিতে ফরিদপুর রেলস্টেশনে অবরোধ ও মানববন্ধন করেন ফরিদপুরবাসী। একপযায়ে তারা কাফনের কাপড় পড়ে রেললাইনে সুয়ে পড়েন।
কয়েকজন বিক্ষোভকারী বলেন, একটি জেলা শহরে কেন যাত্রাবিরতি দেওয়া হবে না? এর কোনো যৌক্তিক কারণ থাকতেই পারে না। ফরিদপুরের মানুষ কেন বঞ্চিত হবে? প্রাচীন এই শহরে যদি যাত্রাবিরতি না দেয়, তাহলে এই ট্রেনের কী দরকার? এ সময় বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু 18ই মে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকাগামী চন্দনা-ভাঙ্গা কমিউটার ট্রেনটি এখন থেকে ফরিদপুর রেলস্টেশনে থামবে।