দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা শুরু হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থানের প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)। মোট আসন সংখ্যা: ৩০০ টি। ***প্রাপ্ত ফলাফল : ২৯৮ টি। ***আওয়ামী লীগ ২২৩ টি। ***জাতীয় পার্টি ১১ টি। ***স্বতন্ত্র ৬১ টি। অন্যান্য ৩ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল

মোট দেখেছে :
2,446




ফরিদপুর-১: বিজয়ী: আব্দুর রহমান, নৌকা, আওয়ামী লীগ। ফরিদপুর-২ বিজয়ী: শাহাদাব আকবর চৌধুরী, নৌকা, আওয়ামী লীগ। ফরিদপুর-৩ বিজয়ী: এ কে আজাদ, ঈগল, স্বতন্ত্র। ফরিদপুর-৪ বিজয়ী: নিক্সন চৌধুরী, ঈগল, স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত। ৭ জানুয়ারি রোজ রোববার বড়ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।