আজ ২৫শে বৈশাখ শুভ রবীন্দ্র জয়ন্তী

মোট দেখেছে : 36
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জয়ন্তীতে নানান আয়োজন করা হয়েছে তার স্মৃতি বিজড়িত স্থানগুলোতে। দেশ-বিদেশের ভক্ত ও অনুরাগীদের ভিড়ে এখন মুখর শিলাইদহে কুঠির বাড়ি ও শাহজাদপুরের কাচারি বাড়ি। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে তাকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে

২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। ১২৬৮বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়া  সাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা সুন্দরী দেবীর পুত্র ছিলেন তিনি। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। কবিতায় থেমে থাকেনি রবীন্দ্রনাথ। ১৮৯১ সাল থেকে পাবনা রাজশাহী নদিয়া উড়িষ্যার জমিদারি তদেরকে শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহে কুঠির বাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। ১৯০১ সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। তার জীবন দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ ৩৮ টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬ টি প্রবন্ধ, সমূহ। রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালের নোবেল পুরস্কার পেয়ে বাংলা সাহিত্য কে বিশ্ব সাহিত্যের অঙ্গনে এগিয়ে নিয়েছিলেন। এসব ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি শিক্ষা গ্রামে অর্থনীতি  সমাজ কল্যাণমূলক কর্ম পরিধেয় বিপুল ও গভীর তাৎপর্যময়। কবির দীর্ঘ ৮০ বছরের কর্মময় জীবনের অবসান ঘটেছিল ১৩৪৮সনের ২২শে শ্রাবণ।