ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা: কেন মলমূত্রও ফেরত আনা হয় রাশিয়ায়

মোট দেখেছে : 62
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা এতটাই কঠোর যে বিদেশ সফরে তাঁর খাবার থেকে শুরু করে মলমূত্র পর্যন্ত বিশেষ স্যুটকেসে করে রাশিয়ায় ফেরত নেওয়া হয়। জানুন কেন এমন অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ভ্লাদিমির পুতিনকে ঘিরে রয়েছে অদৃশ্য ও দৃশ্যমান নিরাপত্তার কড়া বলয়। রাশিয়ার ফেডারেল প্রটেকটিভ সার্ভিসের বিশেষ ইউনিটের সদস্যরা, যাদের বলা হয় মাস্কেটিয়ার, সর্বক্ষণ পাহারা দেন তাঁকে।

পুতিনের নিরাপত্তায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি, ভারী অস্ত্র, বুলেটপ্রুফ গাড়ি থেকে শুরু করে বিশেষ ব্রিফকেস চেগেট, যা পারমাণবিক হামলার নির্দেশনা পাঠাতে সক্ষম।

পুতিনের খাবারের নিরাপত্তা
প্রেসিডেন্টের খাবারও একাধিক নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যায়। শত্রুপক্ষের বিষ মেশানোর সম্ভাবনা এড়াতে খাবার তৈরির পুরো প্রক্রিয়াতেই নিরাপত্তা কর্মকর্তারা যুক্ত থাকেন। দেশের বাইরে গেলে আলাদা করে বহন করা হয় লবণ, গোলমরিচ, টমেটো সস, পানির বোতল ও ন্যাপকিন।

কেন পুতিনের মলমূত্রও সংগ্রহ করা হয়?
সবচেয়ে আলোচিত বিষয় হলো, বিদেশ সফরের সময় পুতিনের মলমূত্র বিশেষ স্যুটকেসে সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়। এই স্যুটকেসকে বলা হয় পু স্যুটকেস। ধারণা করা হয়, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা, স্বাস্থ্য তথ্য কিংবা কোনো মেডিক্যাল সিক্রেট যাতে বিদেশি গোয়েন্দাদের হাতে না পড়ে, তাই এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

পুতিনের নিরাপত্তায় ব্যবহৃত ব্যবস্থা

  • বুলেটপ্রুফ ঢালযুক্ত বিশেষ স্যুটকেস

  • অরাস মোটরসের তৈরি বিলাসবহুল অরাস সিনেট গাড়ি

  • একে-৪৭, অ্যান্টি-ট্যাংক গ্রেনেড লঞ্চার, পোর্টেবল অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল

  • দূর থেকে বিস্ফোরণ রোধে জ্যামিং ডিভাইস

  • অপারেশনাল সাইকোলজি টেস্টে উত্তীর্ণ উচ্চ প্রশিক্ষিত দেহরক্ষী

সব মিলিয়ে বলা যায়, ভ্লাদিমির পুতিনের জীবন নিরাপত্তার চাদরে আচ্ছাদিত। এমনকি তাঁর ব্যক্তিগত শারীরিক নিদর্শনও রাশিয়ার বাইরে ফেলে রাখা হয় না।