ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করলেন এক যুবক। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, পরে যুবকের আত্মহত্যা





ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা
ঢাকার ধামরাইয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন বদির শেখ (২৮) নামে এক যুবক। বুধবার সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহত নারী সেলিনা আক্তার (২৫), তিনি কালামপুর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর সাবেক স্বামী বদির শেখ বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে বদির শেখ ও সেলিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। তবে চলতি বছরের এপ্রিল মাসে পারিবারিক কলহের কারণে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকতে শুরু করেন।
আজ সকালে বদির শেখ সাবেক স্ত্রীর বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে সেলিনাকে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর বদির নিজেই বিষপান করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পুলিশের বক্তব্য
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই বদির শেখ সাবেক স্ত্রীর বাড়িতে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। পরে তিনি নিজেই বিষপান করে আত্মহত্যা করেন।”
দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।