ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর (পশ্চিম) এর আব্দুল হাই খান হাট নামক স্থানে ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ লালন খান, পিতা- সমীর খান ২ পিচ ইয়াবা সহকারে গ্রেফতার হন ।
চরভদ্রাসনে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেপ্তার
মোট দেখেছে :
1,696
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর (পশ্চিম) এর আব্দুল হাই খান হাট নামক স্থানে ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ লালন খান, পিতা- সমীর খান ২ পিচ ইয়াবা সহকারে গ্রেফতার হন । আজ সকাল সাড়ে দশটায় উক্ত ঘটনাটি ঘটে। চরভদ্রাসন থানার এসআই হাবিবুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে তাকে দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। বর্তমানে তিনি আব্দুল হাই খান হাটে আটক অবস্থায় রয়েছেন।
English