সদরপুরে চার ব্যবসায়ীকে জরিমানা

মোট দেখেছে : 126
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সদরপুর উপজেলা প্রশাসন।এরই অংশ হিসাবে বুধবার দুপুরে বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বস্ত্র বিতান গুলোতে অতিরিক্ত মূল্য রাখায় দায়ে এবং মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার ব্যাবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। সদরপুর থানা পুলিশের সহযোগীতায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আকতার। এ প্রসঙ্গে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলী বলেন চলতি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটরিং অব্যাহত রাখা হবে। অভিযান পরিচালনাকালে ‌ সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পাবলিক হেলথ অফিসার তোফাজ্জেল হোসেন, প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।