ফরিদপুরে শুরু হয়েছে জসিম পল্লী মেলা

মোট দেখেছে : 251
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফরিদপুর অনুষ্ঠিত হচ্ছে জসিমপল্লী মেলা।ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে‌ পল্লীকবি জসীম উদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের অম্বিকাপুরস্থ জসিম উদ্যোনে আগামী ১৯ দিন এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে শুক্রবার বিকেল সাড়ে চারটায় জসিম পল্লী মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী'র বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ও কবির জামাতা ড. তৌফিক- ই- ইলাহী চৌধুরী। এ সময় বিশেষ অতিথি থেকে অন্যান্যদের উপস্থিত ছিলেন ফরিদপুর ০২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর -০৩ আসনের সংসদ সদস্য একে আজাদ ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরত রাসুল তানিয়া,কবি কন্যা আসমা জসিম উদ্দীন তৌফিক,কবি পুএ ড. জামাল আনোয়ার, খুরশিদ আনোয়ার প্রমূখ। আলোচনা সভায় সভায় বক্তারা পল্লী কবি জসিমউদদীনের জীবন ও সাহিত্য সম্পর্কে বিষদ আলোচনা করেন। বিশেষ অতিথির ভাষণে ‌ ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ তার বক্তব্য বলেন যে,আমি ফরিদপুর সদর উপজেলা হতে সন্ত্রাস,চাঁদাবাজী, ও মাদকমুক্ত করার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আমরা সম্মিলিত ভাবে কাজ করলে আমাদের লক্ষ্যে অবশ্যই পূরন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী'র উপদেষ্টা জনাব তৌফিক -ই- এলাহী চৌধুরী বলেন যে, কবি জসিমউদদীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা আত্নীক সম্পর্কে ছিল। ফরিদপুরে শিল্প কলকারখানা প্রতিষ্ঠায় লক্ষ্য যতদ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী প্রতিকূলতা উপেক্ষা করে বিগত জাতীয় সংসদ নির্বাচন সফল ভাবে করেছেন। আমাদেরকে যে কোন মূল্যে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সফল ভাবে পরিচালনা করতে হবে। উল্লেখ, মেলায় প্রতিদিন মেলার মাঠ প্রাঙ্গণস্থ জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে ফরিদপুরসহ অন্যান্য জেলার সাংস্কৃতিক দলগুলো অংশ নেবে। এছাড়াও মেলায় থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্রও। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস।