ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

মোট দেখেছে : 177
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিল থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বিলের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে খোঁজাখুঁজির সময় পানিতে ভেসে থাকা একটি বস্তা দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, এর ভেতরে রয়েছে পচাগলা এক যুবকের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লাশের গলা কাটা, পেটের ভুড়ি ও পায়ের গোড়ালি কাটা ছিল। হত্যার পর মরদেহের সঙ্গে ভারি বস্তা বেঁধে পুকুরে ফেলে রাখা হয়েছিল। তবে পানির চাপ ও পচন ধরে যাওয়ায় লাশটি ভেসে ওঠে।

ওসি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।