জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় কারাগার থেকে প্রায় ২ হাজার ৭০০ বন্দী পালিয়ে গিয়েছিল। এর মধ্যে এখনো সাত শতাধিক বন্দী ফেরেনি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
সাত শতাধিক বন্দী এখনো পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক





আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
কারা মহাপরিদর্শক জানান, পলাতকদের মধ্যে ৯ জন জঙ্গি এবং ৬৯ জন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া সে সময় লুট হওয়া ২৯টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পলাতক আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে কাজ করছে।
একই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মহাপরিদর্শক জানান, তিনি এ বিষয়ে গণমাধ্যমে খবর দেখেছেন। তবে এখনো কারা কর্তৃপক্ষের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করা হবে।
রাজনৈতিক বন্দী প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, রাজনৈতিক কোনো মামলায় গ্রেপ্তার কাউকে তাঁরা রাজনৈতিক বন্দী হিসেবে গণ্য করেন না। কারাগারে সবাই বন্দী হিসেবেই আছেন। বর্তমানে ডিভিশন পাওয়া বন্দীর সংখ্যা ১৬৩ জন। আরও ২৮ জন ডিভিশনের আবেদন করলেও অনুমোদন পাননি।