ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো নেইমারের জন্য। আবারও চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে জায়গা পাননি তিনি। গতকাল রাতে কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের ২৫ সদস্যের দল ঘোষণা করেন, যেখানে নেইমারের নাম নেই।
বিশ্বকাপের আগে নেইমারের অপেক্ষা, প্রায় ১ হাজার দিন জাতীয় দলের বাইরে ব্রাজিল তারকা




ব্রাজিলের গণমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে প্রায় এক হাজার দিন জাতীয় দলের বাইরে থাকতে যাচ্ছেন নেইমার।
২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকে এখন পর্যন্ত নেইমারের জাতীয় দলে খেলার সময় খুবই সীমিত। প্রথম ধাপে তিনি ছিলেন ২৭৩ দিন বাইরে। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে মাঠে ফেরেন। তবে একই বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন। তারপর থেকে আর জাতীয় দলে ফেরা হয়নি।
আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিল মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর খেলবে বলিভিয়ার বিপক্ষে। দুই ম্যাচেই থাকছেন না নেইমার। এছাড়া অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই সময়ে যদি নেইমার জাতীয় দলে ফেরেনও, তবু জাতীয় দলের বাইরে তাঁর সময়টা প্রায় এক হাজার দিন ছুঁয়ে যাবে।
হিসাব অনুযায়ী, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর থেকে এখন পর্যন্ত নেইমার ব্রাজিল দলের বাইরে ছিলেন প্রায় ৯৯০ দিন। এই সময়ের মধ্যে তিনি জাতীয় দলের অনুশীলনে অংশ নিতে পেরেছেন মাত্র ৩২ দিন।