ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী আটক
মোট দেখেছে :
113




অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। তিনি গায়েনার নাগরিক। সোমবার (গতরাত) গভীর রাতে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছালে তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে অবস্থান নেন। দিবাগত রাত আড়াইটার দিকে ফ্লাইটটি অবতরণ করলে পেতুলা স্টাফেলের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগ থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়। পরে পরীক্ষায় প্রতিটি প্যাকেটে কোকেন থাকার বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বিষয়টি যাচাই করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।