বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে গুলি করে হত্যার পর যুবকের আত্মহত্যা, চাঞ্চল্য বিহারে

মোট দেখেছে : 116
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ভারতের বিহার রাজ্যে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভয়াবহ ঘটনা ঘটেছে। রোহতাস জেলায় জ্যাকি নাথ নামে এক যুবক প্রেমিকা কাজল কুমারীকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় একটি হোটেল কক্ষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কাজলের মা গায়েত্রী দেবী অভিযোগ করেন, জ্যাকি দীর্ঘদিন ধরে মেয়েকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ভিন্ন জাত ও সামাজিক কুসংস্কারের কারণে কাজল সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মাকে জানিয়ে বাজারে গিয়েছিলেন তিনি। পরে খবর পান, হোটেল কক্ষে মেয়েকে হত্যা করেছে জ্যাকি।

পুলিশ জানায়, প্রথমে কাজলকে গুলি করে পরে নিজেকে লক্ষ্য করে গুলি চালান জ্যাকি নাথ। গুরুতর অবস্থায় কাজলকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, জ্যাকির বাবা দাবি করেন, তাঁর ছেলের মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তবে পুলিশ বলছে, পুরো ঘটনাটি প্রেমঘটিত বিরোধ ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করেই ঘটেছে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।