ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর (পশ্চিম) এর আব্দুল হাই খান হাট নামক স্থানে ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ লালন খান, পিতা- সমীর খান ২ পিচ ইয়াবা সহকারে গ্রেফতার হন ।
চরভদ্রাসনে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেপ্তার

মোট দেখেছে :
1,239




ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর (পশ্চিম) এর আব্দুল হাই খান হাট নামক স্থানে ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ লালন খান, পিতা- সমীর খান ২ পিচ ইয়াবা সহকারে গ্রেফতার হন । আজ সকাল সাড়ে দশটায় উক্ত ঘটনাটি ঘটে। চরভদ্রাসন থানার এসআই হাবিবুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে তাকে দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। বর্তমানে তিনি আব্দুল হাই খান হাটে আটক অবস্থায় রয়েছেন।