ভারত পাকিস্তানের সংঘাতে বাংলাদেশের প্রতিক্রিয়া কি

মোট দেখেছে : 12
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। । দুই দেশকে মূলত সংযত হয়ে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।।

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, "বাংলাদেশ মনে করে কূটনৈতিক দিক থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ভারত - পাকিস্তান উত্তেজনা নিরসন করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে বলে বাংলাদেশ আশাবাদী। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে গত ২২শে এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। শুরু থেকেই ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।গত ২৪ শে এপ্রিল প্রথমে ভারত এবং পরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধেআকাশসীমা বন্ধ করাসহ পাল্টাপাল্টি এক গুচ্ছ কড়া পদক্ষেপ।ভারত - পাকিস্তানের চলমান পরিস্থিতি বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।উভয় দেশকে বাংলাদেশ অনুরোধ করেছে যেন তারা শান্ত থাকে, ধৈর্য প্রদর্শন করে এবং পরিস্থিতির আরো অবনতি হতে পারে, এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকে" বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।অন্তর্বর্তী কালীন সরকার বলেছে যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না উল্লেখ করে আরো বলেন এতে জানমালের ক্ষতি হয়। কাজেই এক্ষেত্রে আমরা পক্ষ নেওয়ার চাইতে বিষয়টির প্রতি বেশী মনোযোগী থাকা উচিত। যাতে জানমালের ক্ষতি হয়, এমন কোন কাজ যাতে না ঘটে -সেটাকে আহ্বান জানানোই প্রধান কাজ বলে মনে হয়।"পাকিস্তানের মধ্যে বাংলাদেশের এক ধরনের সম্পর্ক দৃশ্যমান হচ্ছিল।পহেলগাম হামলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফর স্থগিত করার কথা উল্লেখ করে সরাসরি না হলেও পরোক্ষ প্রভাব পড়বে বলে মন্তব্য করেন মি. বিশ্বাস।অন্তর্বর্তী সরকার আরো  বলেছেন ভারত - পাকিস্তানের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট।