অসচ্ছল বন্ধুকে অস্বস্তিতে না ফেলে বন্ধুত্ব টিকিয়ে রাখার টিপস

মোট দেখেছে : 212
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সমাজে সবার আর্থিক অবস্থা এক রকম নয়। বন্ধুদের মধ্যেও কেউ কেউ অর্থনৈতিকভাবে অসচ্ছল হতে পারেন। অনেক সময় তাঁরা তা প্রকাশও করতে চান না। ফলে বন্ধুদের আড্ডা বা একসঙ্গে চলাফেরার সময়ে তাঁরা বিব্রত বা অস্বস্তিতে পড়তে পারেন। তাই বন্ধুত্ব অটুট ও সুন্দর রাখতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

দামি উপহার দেওয়ার আগে ভাবুন
অসচ্ছল বন্ধুকে খুব দামি কোনো উপহার দিলে তা তাঁর আর্থিক অক্ষমতার কথা মনে করিয়ে দিতে পারে। এতে তিনি হীনম্মন্যতা বা অপরাধবোধে ভুগতে পারেন।

সস্তায় আনন্দ খুঁজুন
আনন্দ পেতে সব সময় টাকা খরচ করতে হবে—এমন নয়। বিকেলে হাঁটতে যাওয়া, প্রদর্শনীতে যোগ দেওয়া কিংবা টংদোকানের চায়ের আড্ডাতেও চমৎকার সময় কাটানো যায়।

প্রয়োজনে একটু বেশি খরচ করুন
বন্ধু হঠাৎ আর্থিক সমস্যায় পড়লে সুযোগমতো সাহায্য করুন। তবে খেয়াল রাখতে হবে, তিনি যেন দয়া প্রাপ্ত হচ্ছেন—এমন অনুভব না করেন।

চাকরির তথ্য শেয়ার করুন
বন্ধুর কাজে লাগতে পারে এমন চাকরির বিজ্ঞপ্তি বা ফ্রিল্যান্সিংয়ের সুযোগ দেখলে তাঁকে জানিয়ে দিন। ছোট উদ্যোগ বড় সহায়তা হতে পারে।

আগেভাগে পরিকল্পনা করুন
হঠাৎ খাওয়াদাওয়া বা ভ্রমণের সিদ্ধান্ত অসচ্ছল বন্ধুকে বিপাকে ফেলতে পারে। তাই আগেভাগেই পরিকল্পনা শেয়ার করুন।

অতিরিক্ত অভিযোগ করবেন না
নিজের বিলাসী জীবনের খরচ নিয়ে তাঁর সামনে দীর্ঘশ্বাস ফেলবেন না। এতে তাঁর কষ্ট বাড়তে পারে।

বোঝার চেষ্টা করুন
“এটা তো মাত্র ৫০০ টাকা”—এমন মন্তব্য কারও কাছে আঘাতের কারণ হতে পারে। আপনার কাছে ছোট খরচ অন্য কারও জন্য বড় বোঝা হতে পারে। তাই বন্ধুর অবস্থার প্রতি সহানুভূতিশীল হন।

বন্ধুত্বের সৌন্দর্য টাকার অঙ্কে নয়, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানে। তাই অর্থনৈতিক অবস্থার কারণে যেন কোনো বন্ধু বিব্রত না হন, সেটি নিশ্চিত করাই সবার দায়িত্ব।