বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ: নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি পদে ৪৩০ জন নিয়োগ

মোট দেখেছে : 27
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ এবং ৩০ জন নারী প্রার্থীকে নেওয়া হবে। দেশের সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

নিয়োগের পদের নাম ও যোগ্যতা

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ২৮০ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ ৩.৫০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি

২. রেগুলেটিং
পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষ ১৭২.৫ সেমি, মহিলা ১৬০.০২ সেমি

৩. রাইটার
পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৪. স্টোর
পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৫. মিউজিশিয়ান
পদসংখ্যা: ৮ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি

৬. মেডিকেল
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান বিভাগ), জিপিএ ৩.৫০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৭. কুক
পদসংখ্যা: ২৫ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান, জিপিএ ২.৫০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

৮. স্টুয়ার্ড
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান, জিপিএ ২.৫০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৯. টোপাস
পদসংখ্যা: ১৫ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

১০. এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি

বেতন ও অন্যান্য সুযোগ

নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

বয়সসীমা (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)

  • নাবিক: ১৭ থেকে ২০ বছর

  • এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর

অতিরিক্ত শর্ত

১. সাঁতার জানা বাধ্যতামূলক
২. প্রার্থীকে অবিবাহিত হতে হবে
৩. চাকরিজীবী হলে অনুমতিপত্র লাগবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন  www.joinnavy.navy.mil.bd
আবেদন ফি: ৩০০ টাকা (বিকাশ, নগদ, রকেট, TAP বা Ok Wallet এর মাধ্যমে)
আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২৫