পশ্চিমাদের উদ্দেশে রাশিয়ার কড়া হুঁশিয়ারি, জার্মান চ্যান্সেলরকে সমালোচনা করলেন লাভরভ

মোট দেখেছে : 109
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

লাভরভ বলেন, রাশিয়ার আকাশসীমায় কোনো উড়োজাহাজ ভূপাতিত করার চেষ্টা হলে তার ফল হবে ভয়াবহ। এ সময় তিনি অভিযোগ করেন, জার্মান নেতৃত্ব যুদ্ধবাজ মনোভাব প্রকাশ করছে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কিছু দেশ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বেড়েছে। এস্তোনিয়া দাবি করেছে, রাশিয়া তাদের আকাশসীমায় তিনটি যুদ্ধবিমান পাঠিয়েছে। অন্যদিকে ন্যাটোর যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন ভূপাতিত করেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পূর্ব ইউরোপের দেশগুলো নতুন করে উদ্বেগে পড়েছে।

লাভরভ সাধারণ পরিষদে বলেন, রাশিয়া কখনো ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাশিয়ার আকাশসীমায় যেকোনো উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা হলে সেটিকে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার বড় লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং এর জবাব হবে ভয়াবহ।

এ সময় লাভরভ বিশেষভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সকে সমালোচনা করে বলেন, তাঁর বক্তব্য উসকানিমূলক এবং যুদ্ধমুখী। লাভরভের মতে, কিছু পশ্চিমা নেতা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি সামনে এনেও নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করলে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করা উচিত। এর আগে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতাকে ব্যঙ্গ করে এটিকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়েছিলেন।

জাতিসংঘ অধিবেশনের বাইরে লাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফার আলোচনা হবে। আলোচনায় দুই দেশের দূতাবাসের কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা নিয়ে কাজ হবে, যা গত এক দশকের টানাপোড়েন ও কূটনৈতিক নিষেধাজ্ঞায় মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।