গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।
বাসের ধাক্কায় প্রাণ গেল ডিবির ওসির, স্ত্রী ঢাকা মেডিকেলে ভর্তি





দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা সড়কের গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে। নিহত মোস্তাফিজ রাজশাহী মহানগরের মতিহার থানার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত গাড়ি রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে সড়ক পার হয়ে দোকানে গিয়েছিলেন মোস্তাফিজ। ফেরার পথে চান্দনায় ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দিলে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। পরে লতিফা জেসমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাস ও বাসচালক সুমন মিয়া (কাপাসিয়া উপজেলার উড়ন গ্রামের বাসিন্দা) কে আটক করেছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, “ওসি মোস্তাফিজ ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন।”
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান জানান, “বাস ও এর চালককে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।”