নেইমার বললেন, ব্রাজিল দলে না থাকার কারণ চোট নয়

মোট দেখেছে : 80
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। ২৫ আগস্ট রাতে কোচ কার্লো আনচেলত্তি ২৫ জনের নাম প্রকাশ করেন। তবে সেই তালিকায় ছিলেন না নেইমার। কোচের ব্যাখ্যা ছিল—চোটের কারণে এবার নেইমারকে রাখা হয়নি।

কিন্তু নেইমার নিজে ভিন্ন কথা বললেন। তাঁর দাবি, বাদ পড়ার আসল কারণ চোট নয়, বরং এটি কোচের টেকনিক্যাল সিদ্ধান্ত।

আনচেলত্তি আগেই বলেছিলেন, “নেইমার ছোটখাটো ইনজুরিতে ভুগছে। তবে তাকে নিয়ে আমাদের সন্দেহ নেই। সবাই জানে, নেইমার কী করতে পারে। আমরা চাই তাকে সেরা অবস্থায় দলে পেতে।”

কিন্তু ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর নেইমার জানান, “হ্যাঁ, অ্যাডাক্টরে কিছুটা ফোলা ছিল, তবে সেটা গুরুতর কিছু না। আমি আজ খেলেছি, এটাই তার প্রমাণ। আমাকে বাদ দেওয়া সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত। এর সঙ্গে আমার শারীরিক অবস্থার কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও যোগ করেন, “আমি যখন দলে নেই, তখন বাইরে থেকে বসে ব্রাজিলকে সমর্থন করাই দায়িত্ব।”

বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে আনচেলত্তির দল। বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে।