প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশ, আবহাওয়া অফিস জানাল বৃষ্টির আশার খবর

মোট দেখেছে : 120
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

দেশজুড়ে নাজেহাল অবস্থা তৈরি করেছে তীব্র গরম। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সোমবার সকাল থেকে চলছে কড়া রোদের দাপট। আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে মানুষের শরীরে। এমন পরিস্থিতিতেই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুও। এর ফলে শিগগিরই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

অগাস্ট মাসে বঙ্গোপসাগরে তিনবার লঘুচাপ সৃষ্টি হয়েছিল, তবে তার প্রভাব খুব একটা পড়েনি বাংলাদেশের উপকূলে। সর্বশেষ ২৭ আগস্ট যে লঘুচাপ তৈরি হয়েছিল, তা ভারতের ওডিশা উপকূল থেকে ছত্তিশগড়ে চলে যায়। ফলে বৃষ্টির আশায় থেকেও দেশের মানুষ পেয়েছিল আরও বেশি গরমের তাপ।

রাজধানীতে গত শনিবার ও রোববার কিছুটা বৃষ্টি হলেও তাতে গরম কমেনি। সোমবার বৃষ্টি না থাকায় তাপমাত্রা আরও বেড়ে যায়। তবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতির কিছুটা পরিবর্তন আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে মাত্র ৮টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৫৭ মিলিমিটার।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার রাতের দিক থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নয়। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে।

তিনি আরও জানান, “আগামীকাল দেশের তাপমাত্রা খানিকটা কমতে পারে। তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

তীব্র গরমে হাঁসফাঁস করা মানুষ অন্তত বৃষ্টির সামান্য খবরে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন। তবে লঘুচাপ কতটা স্বস্তি আনবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতির ওপর।