এ সপ্তাহের রাশিফল (৬ সেপ্টেম্বর–১২ সেপ্টেম্বর ২০২৫)

মোট দেখেছে : 10
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নিজের ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্র জীবনে কিছু প্রভাব রাখলেও ব্যক্তিগত সিদ্ধান্ত, সাহস, ধৈর্য ও মানসিকতার ওপরই সাফল্য নির্ভর করে। তাই ইতিবাচক মানসিকতা নিয়েই এগিয়ে চলুন।

মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)

একগুঁয়েমি এ সপ্তাহে সমস্যায় ফেলতে পারে। অন্যের পরামর্শ শোনার চেষ্টা করুন। হঠাৎ সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। কর্মক্ষেত্রে বা পড়াশোনায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কে খোলামেলা আলোচনা শান্তি আনবে।

বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)

অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে। হিসাব-নিকাশে ভুল দুশ্চিন্তা বাড়াতে পারে। সপ্তাহের মাঝামাঝি আনন্দের খবর বা ভ্রমণের সুযোগ আসতে পারে। দাঁতের যত্নে অবহেলা করবেন না, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন।

মিথুন রাশি (২২ মে–২১ জুন)

কথা দিয়ে কথা রাখা গুরুত্বপূর্ণ। না হলে প্রিয়জন কষ্ট পেতে পারেন। সৃজনশীল চিন্তা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হলে শান্ত থাকুন।

কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)

পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। তবে ইতিবাচক মনোভাব পরিস্থিতি সহজ করবে। সপ্তাহের শেষভাগে আবেগপ্রবণ হবেন, তাই প্রিয় গান বা সিনেমা দেখে মন হালকা রাখুন।

সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)

আত্মবিশ্বাস হবে সবচেয়ে বড় শক্তি। চারপাশে ভুল বোঝাবুঝি হলেও হতাশ হবেন না। সপ্তাহের মাঝামাঝি ভ্রমণের সুযোগ আসতে পারে। ভ্রমণের প্রস্তুতিতে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)

পরিকল্পিত কাজ সফলতা দেবে। আর্থিক বিষয়েও সুফল পাবেন। তবে অতিরিক্ত চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে। কাছের মানুষের পরামর্শ কোনো সমস্যার সমাধানে সাহায্য করবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

আপনার পরামর্শ অন্যরা গুরুত্ব দেবে। তবে নিজের প্রয়োজনকেও গুরুত্ব দিন। প্রেমের সম্পর্কে আন্তরিকতা সম্পর্ককে দৃঢ় করবে। খরচ নিয়ন্ত্রণে রাখুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)

গোপনীয় স্বভাব আপনাকে রহস্যময় করবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নেবে। তবে রাগ নিয়ন্ত্রণ জরুরি, না হলে সম্পর্ক নষ্ট হতে পারে। নিজের জন্য কিছু সময় বের করুন।

ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

আনন্দময় সপ্তাহ কাটবে। তবে শুধু সামাজিকতায় ব্যস্ত না থেকে জরুরি কাজেও মনোযোগ দিন। নতুন কোনো ধারণা কাজে আসতে পারে। ভ্রমণে সতর্কভাবে প্রস্তুতি নিন।

মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)

কর্মক্ষেত্রে সুনাম ও নতুন দায়িত্ব আসবে। তবে কাজের চাপে পরিবারকে অবহেলা করবেন না। ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখুন। রাত জাগা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকুন। হাস্যরস ও রসবোধ আপনাকে জনপ্রিয় করে তুলবে। নিজের ব্যক্তিত্বের প্রতি সৎ থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

সপ্তাহজুড়ে আবেগ ওঠানামা করবে। কর্মক্ষেত্রে সাফল্য মিললেও সম্পর্কে টানাপোড়েন হতে পারে। ধৈর্য ধরুন। খরচ নিয়ন্ত্রণ করুন, সঞ্চয় ভবিষ্যতের ভরসা হবে।