ফরিদপুরের সালথা উপজেলার চাঁদপুর হোগলাকান্দি গ্রামে পুকুরে পড়ে জিসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ করুণ ঘটনা ঘটে।
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসী

মোট দেখেছে :
100




জানা যায়, কয়েকদিন আগে বাবা রেজাউল মোল্লা ও মা লাভলী বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে জিসান। সকাল থেকে খেলার ছলে সে দৌড়ঝাঁপ করছিল। হঠাৎ দুপুরের দিকে সবাইকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসীর সহায়তায় শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। কিন্তু তখন সব শেষ— ছোট্ট জিসান আর বেঁচে ছিল না।
অকালেই সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। শিশুর নিথর দেহ নানাবাড়িতে রাখা হয়েছে। পুরো গ্রামে এখন শোকের আবহ বিরাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।