নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলে নেই লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম।
নেপাল সফরে বাংলাদেশ দল, নেই হামজা ও শমিত





জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, লেস্টার সিটি হামজাকে ছাড়ার অনুমতি দেয়নি। গত শুক্রবার বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ার পর তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে ক্লাব। অন্যদিকে ক্লাবের ব্যস্ততার কারণে শমিতও নেপাল সফরে আসতে পারছেন না।
বাংলাদেশ সর্বশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাই ম্যাচ খেলেছিল। সেই দলে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় এবার নেই, কারণ তাঁরা অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে আছেন। তবে বাদ পড়াদের জায়গায় ডাক পেয়েছেন নতুন কয়েকজন, এর মধ্যে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।
বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৬তম আর বাংলাদেশ ১৮৪তম স্থানে রয়েছে। ম্যাচ শেষে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ খেলায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।
বাংলাদেশ বাছাইপর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দলটি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হংকং। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে নিচে আছে ভারত।