ফরিদপুরে ২,০৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোট দেখেছে : 71
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার মূল্যের ২,০৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কোতয়ালী থানার ভাঙ্গা রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১১১১) একটি বাস থেকে সন্দেহভাজনভাবে আটক করা হয় মো. এনায়েত উল্লাহ (৩২), পিতা—তোফায়েল আহম্মদ, সাং—বালুখালি, থানা—উখিয়া, জেলা—কক্সবাজারকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত উল্লাহ স্বীকার করেন যে, বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট সেবন করে পেটের ভেতর বহন করছিলেন। পরবর্তীতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় পেটে বিদেশি বস্তু সদৃশ কিছু ধরা পড়ে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় মলত্যাগ করিয়ে ৪৪টি কালো চকোলেট সদৃশ প্যাকেট থেকে মোট ২,০৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।