আজ বছরের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

মোট দেখেছে : 124
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আজ রাত (৭ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত) ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ও ভারতের আকাশ থেকে এই গ্রহণ সম্পূর্ণ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, এই গ্রহণকে বলা হচ্ছে বছরের অন্যতম দীর্ঘস্থায়ী "Blood Moon"।

কখন দেখা যাবে?

গ্রহণ শুরু হবে সন্ধ্যার পর ধাপে ধাপে।

রাত ১২টা ১১ মিনিটে (বাংলাদেশ সময়) চাঁদ ঢুকবে পৃথিবীর ছায়ার গভীরে।

ঠিক এই সময়ই চাঁদ রূপ নেবে গাঢ় লাল রঙে, যাকে বলা হয় Blood Moon।

পূর্ণ গ্রহণ স্থায়ী হবে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট।

পুরো ঘটনাটি (আংশিক ও পূর্ণসহ) চলবে প্রায় ৫ ঘণ্টারও বেশি।

কেন হয় Blood Moon?

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ভাঙা লালচে আলো চাঁদের গায়ে পড়ে, আর তখনই চাঁদ দেখায় রক্তিম—যেন এক রহস্যময় অগ্নিগোলক।

কোথায় দেখা যাবে?

বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ দেশ থেকে দেখা যাবে এই দৃশ্য।

উত্তর আমেরিকার মানুষজন এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না।

কেন গুরুত্বপূর্ণ?

২০২২ সালের পর এটিই সবচেয়ে দীর্ঘ পূর্ণ চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এত দীর্ঘ সময় ধরে চাঁদের লাল রূপ দেখা খুব বিরল ঘটনা। তাই চোখের সামনে থেকে এ দৃশ্য একবার মিস করলে হয়তো জীবনে আর সহজে এমনটা দেখা যাবে না।

তাই আজ রাতে একটু আকাশের দিকে তাকান। বিদ্যুতের আলো থেকে দূরে যান, পরিবার বা বন্ধুদের নিয়ে। কারণ প্রকৃতির এই মহাজাগতিক নাটক আপনাকে ভাবাবে—আমরা আসলে কত ছোট, আর মহাবিশ্ব কত বিস্ময়কর!