ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
ফরিদপুরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান কর্মসূচি





রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা–কর্মীরা সেখানে জড়ো হন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুরের দুটি আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে ফরিদপুর–৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর–২ আসনে (নগরকান্দা–সালথা) যুক্ত করা হয়। সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গা উপজেলা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সামাজিক যোগাযোগমাধ্যম ও সড়কে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শুক্রবারও এক্সপ্রেসওয়ে অবরোধ করে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত করে দলীয় নেতা–কর্মীরা।
আজকের কর্মসূচিতে বিএনপির নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভাঙ্গার অখণ্ডতা রক্ষার দাবি জানান। যদিও মহাসড়কের পাশে অবস্থান নেওয়ায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা। তাঁরা ঘোষণা দেন, দাবি মানা না হলে দক্ষিণবঙ্গব্যাপী আন্দোলন বিস্তার করা হবে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চালিয়ে যাওয়ার কথা জানান।