প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন বহাল, অন্যান্য ছুটি কমবে

মোট দেখেছে : 12
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল থাকছে। তবে শিক্ষাপঞ্জিতে থাকা অন্যান্য ছুটি কমিয়ে আনার পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নে স্কুল খোলা রাখার সময় বাড়াতে হবে। বর্তমানে বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকে মাত্র ১৮০ দিন। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হচ্ছে। এজন্য অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সাপ্তাহিক ছুটি এক দিন করার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “এখনই সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিক বিদ্যালয়ে আলাদাভাবে এটা করা কঠিন, কারণ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির কাঠামো এক রকম। তবে বর্তমানে যে অতিরিক্ত ছুটি রয়েছে, সেটি কমানোর দিকেই জোর দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, শিক্ষকদের পক্ষ থেকেও ছুটির বিষয়ে নানা দাবি রয়েছে। সেগুলো বিবেচনা করেই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে বছরে গড়ে ৭৫ দিনের ছুটি দেওয়া হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ, আন্দোলন বা প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীদের শিক্ষাজনিত ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।