‘মনোমালিন্যের পর উপহার পাঠিয়েছেন রুমিন’ — জানালেন হাসনাত

মোট দেখেছে : 74
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বিএনপির শীর্ষ নেত্রী রুমিন ফারহানার সঙ্গে কিছু বিষয়ে মতভেদ বা মনোমালিন্য থাকলেও পরে তিনি উপহার পাঠিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রুমিন ফারহানা তার লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন যে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য কিছু উপহারও পাঠিয়েছেন। এটা নিঃসন্দেহে ইতিবাচক বার্তা। আমাদের উচিত এটিকে স্বাগত জানানো।”

বিজয়নগর উপজেলা এনসিপি আয়োজিত এই বৈঠকে ছিল গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। অথচ আমরা বলছি—নির্বাচন চাই, সংস্কারও চাই, বিচারও চাই। এটা দেশের মানুষের ন্যায্য দাবি।”

তিনি আরও উল্লেখ করেন, “সংস্কার খুব বেসিক একটি বিষয়। পুলিশ যদি কাউকে বিনা বিচারে ধরে নিয়ে যায়, তার পরিবারের কাছে খবর পৌঁছাবে কি না—এমন একটি নিশ্চয়তা আজও নেই। এগুলোই হলো সংস্কারের মূল বিষয়।”

রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের বিষয়েও বক্তব্য রাখেন তিনি। তার মতে, “রুমিন ফারহানার মতো একজন নারী নেত্রীকে অনলাইনে হেনস্তা করা হচ্ছে, এটিও পরিবর্তনের দাবি তোলা জরুরি।”

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, “নুর ভাইয়ের সঙ্গে যা হয়েছে, সেটা আমাদের জন্য সতর্কবার্তা। তারেক রহমান কিংবা খালেদা জিয়ার মতো পরিস্থিতি যেন আবার না হয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে নিয়ম পরিবর্তনের আন্দোলনে থাকতে হবে।”

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।