প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন : নতুন বিধিমালায় পরীক্ষা কোন বিষয়ে কত নম্বর

মোট দেখেছে : 84
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। অন্তর্বর্তী সরকার নতুন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ বিধিমালায় আগের নিয়মের বেশ কিছু সংশোধন আনা হয়েছে। বিশেষ করে নারীদের জন্য আলাদা কোটা বাতিল করে নতুনভাবে ৭ শতাংশ কোটা রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত ও মৌখিক—দুই ধাপে সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরে, আর মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরে।

নতুন নিয়মে লিখিত পরীক্ষায় চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে—বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)। বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য রাখা হয়েছে ২৫ করে মোট ৫০ নম্বর। আর গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান মিলিয়ে থাকবে ৪০ নম্বর।

লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪৫ (অর্থাৎ মোট নম্বরের ৫০%)। মৌখিক পরীক্ষায় পাস নম্বর হবে ৫। লিখিত পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট, তবে মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধিমালা কার্যকর হওয়ার ফলে পুরোনো বিধিমালা, অর্থাৎ ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ আর কার্যকর থাকবে না। ভবিষ্যতে সব নিয়োগই হবে নতুন বিধিমালা অনুযায়ী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের মধ্যেই সহকারী শিক্ষকের প্রায় ১৩ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফলে চাকরিপ্রত্যাশীদের জন্য এখনই শুরু হয়ে গেছে নতুন প্রস্তুতির সময়।