বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মোট দেখেছে : 862
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সারা দেশে রোববার থেকে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে জগন্নাথের রথযাত্রা বের হয়। সনাতন ধর্ম অনুসারে অবতার শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রার রথের দড়ি টেনে শোভাযাত্রায় বের হবেন লাখো ভক্ত। নানান উৎসব আর আয়োজনের মধ্যদিয়ে ২৮ জুন বুধবার উল্টো রথযাত্রার (পুনর্যাত্রা) মাধ্যমে সমাপ্ত হবে অনুষ্ঠান।

সারা দেশের মত ফরিদপুরেও শ্রীধাম শ্রী অঙ্গন, ইস্কন, শ্রী শ্রী গৌর গোপাল মন্দির, চৌধুরী বাড়ি দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। এ সময় রথযাত্রা দেখতে ও ছুঁয়ে আশীর্বাদ নিতে ভিড় করে হাজার হাজার মানুষ। 

২৮ জুন বুধবার উল্টো রথ। সকাল ৮ ঘটিকায় শ্রীধাম শ্রী অঙ্গন থেকে উল্টো রথ শুরু হবে। অন্যদিকে বিকাল ৪ ঘটিকায় ইস্কনের আয়োজনে গৌর গোপাল মন্দির থেকে উল্টো রথ শুরু হয়ে তা ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়ি মন্দির ঘুরে আবার ইস্কনে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পৃথক পৃথক বাণী দিয়েছেন।