চট্টগ্রামে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা সিএমপি প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেছেন। রাজধানীর কাকরাইলে সভাপতি নুরুল হকসহ নেতাদের লাঠিপেটার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
চট্টগ্রামে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সিএমপি কার্যালয় ঘেরাও, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি





আজ শনিবার বেলা দুইটায় মিছিল নিয়ে নেতা-কর্মীরা সিএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা পুলিশ থেকে আশ্বাস চেয়েছেন যে হামলার বিচার হবে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগানও দেন।
এর আগে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সিডিএ অ্যাভিনিউ অবরোধ করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। যান চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে বেলা দুইটার দিকে মিছিল নিয়ে নগরের দামপাড়ায় সিএমপি কার্যালয়ের মূল ফটকের সামনে চলে যান তারা। কর্মসূচি বেলা তিনটায় শেষ হয়।
গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, দলের সভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে হামলা চালিয়েছে। হামলাকারীদের বিচার এবং ক্ষমা চাইতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।
গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে মিছিল যাওয়ার সময় লাঠিপেটার ঘটনা ঘটে। এতে নুরুল হকসহ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিছিল নিয়ে ২ নম্বর গেট মোড়ে আসে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। চারটি সড়ক অবরুদ্ধ হয় এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেন। সড়কের মাঝে টায়ার জ্বালানো হয়। যুব ও ছাত্র অধিকার পরিষদের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন। বেলা দুইটার দিকে তারা সড়ক ছাড়েন। বেলা তিনটায় সিএমপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আলোচনা হয়।
ঘেরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের নেতা-কর্মীরাও।
পাঁচলাইশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ সোলাইমান জানান, শান্তিপূর্ণভাবে বেলা তিনটায় কর্মসূচি শেষ হয়।