ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৩ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোট দেখেছে :
1,175




মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমদ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, মহানাম সম্প্রদায় ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি সহ মহানাম সম্প্রদায়ের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ভক্তবৃন্দ।
সভায় আগামী ২৮ এপ্রিল হতে ৬ মে পর্যন্ত ৯দিনব্যাপী এ মহতিধর্মীয় উৎসব সফল করার জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়।