মক্কা–মদিনা পথে ভারতীয় ওমরাহযাত্রীবাহী বাসে আগুন, নিহত ৪২ জন ওমরাহযাত্রী

মোট দেখেছে : 82
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভারতীয় ওমরাহযাত্রীবাহী একটি বাস ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সময় সোমবার গভীর রাতে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। বাসে থাকা যাত্রীদের বেশির ভাগই ভারতের তেলেঙ্গানা ও হায়দরাবাদ অঞ্চলের মানুষ বলে জানা গেছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। দুর্ঘটনার পর সৌদি সিভিল ডিফেন্স, পুলিশ ও ভারতীয় দূতাবাস উদ্ধার ও সমন্বয় কাজে যুক্ত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংঘর্ষের পর আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন, কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন। নিহতদের পরিবার সৌদি ও ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছে, এবং ওমরাহযাত্রা এখন বহু পরিবারের জন্য বিষাদময় অনিশ্চয়তায় পরিণত হয়েছে।