ময়মনসিংহে বলাকা ট্রেনে আগুন! বন্ধ রেল চলাচল

মোট দেখেছে : 132
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে যান্ত্রিক ত্রুটির কারণে। বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ–নেত্রকোনা ও ভৈরব রেলপথের ট্রেন চলাচল।

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে শম্ভুগঞ্জ ও বিসকা স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও রেলকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে পড়ায় ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ইঞ্জিন আসার পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।